তুই কেমন আছিস বন্ধু
- রুহুল আমীন রৌদ্র ২৮-০৪-২০২৪

অন্তর, তুই কেমন আছিস বন্ধু ?
সময়ের ঘুর্নিপাকে আমি যেন,
টপ লোডেড ট্রাকের চলন্ত হুইল।
অহর্নিশ পিষে চলেছি,
দুর্ভাগ্যের তপ্ত পিচঢালা দুূর্গম পথ।
সেই বাল্য হতে,
তুই বন্ধু আমার।
সময়ের কতো দুূর্গম পথ পাড়ি দিয়েছি,
একই সাথে।
কতো দুঃসময়ের লামিয়া ঝড়ে,
তোর কাঁধে ভর করে চলেছি।
প্রেরণা পেয়েছি,
কতো মনভাঙা ঝড়ে।
কতো পড়ন্ত বিকেল এক সাথে ঘুরে বেড়িয়েছি
ঝিরঝিরে পবনে,
আবেগী মনের বাঞ্ছা পূরিতে।
সময়ের স্রোতে ভেসে চলেছে সব,
আমিই স্থবির,
যেন কোন এক জং ধরা ধাতব হয়ে পড়ে আছি,
বিষাদের আদ্র প্রান্তরে,
বেড়েছে তাই বন্ধুত্বের দূরত্ব।
আজ বড্ড মনেপড়ে তোকে,
লোচনের প্রান্তে আঁছড়ে পড়ে উষ্ণ প্রস্রবণ।
আজি তোর কাছে থেকেও অনেক দূরে,
কোন এক নিয়তির দুঃষহ সুনামীর প্রবল টানে,
ছিঁটকে পড়েছি আমি,
তোর হাত হতে,
ভেসে চলেছি ক্ষীপ্রতায় মহাকালের পানে।
যদি হারিয়ে যাই চিরকালের নীলিমায়,
সমাধির পাশে এসে হাতটি বাড়িয়ে দিস,
দেখবি মিশে আছি,
তোরি বুকে।
-----০-----

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

rashedkhan
২৩-০১-২০১৬ ০৯:৩৬ মিঃ

খুব সুন্দর,
অনুমতি দিলে কপি করে ফেসবুকে ছারতাম।